মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত ৩

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় নিহত ৩

প্রতীকী ছবি

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হামলা চালানোর পর হামলাকারী নিজেকে গুলি করেছে।

পুলিশ জানায়, প্রথমে বার্কি হল নামে একটি একাডেমিক ভবনে এবং পরে এমএসইউ ইউনিয়নে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ক্যাম্পাস পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন উপ-প্রধান ক্রিস রোজম্যান বলেন, ‘ঘটনাটি সত্যিই একটি দুঃস্বপ্ন।’

ডেট্রয়েট থেকে প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ইস্ট ল্যানসিং ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছেন। পুলিশ ব্যক্তিটির বর্ণনা দিতে গিয়ে জানায়, খাটো প্রকৃতির কৃষ্ণাঙ্গ ব্যক্তিটির গায়ে জিন্সের জ্যাকেট, পায়ে লাল জুতা ও মাথায় বল ক্যাপ দেখা গেছে।

রোজম্যান বলেন, ওই ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।

রোজম্যান বলেন, 'এমন অনেক কিছুই আছে যা আমরা এই মুহুর্তে জানি না।

বার্কিতে দুইজন এবং এমএসইউ ইউনিয়নে একজন নিহত হয়েছে বলে জানান তিনি।

রাত ১০টা ১৫ মিনিট নাগাদ পুলিশ জানায়, বার্কি ও আশেপাশের আবাসিক হলগুলো সুরক্ষিত রয়েছে।

সূত্র: ইউএনবি