বার্সা-ম্যানইউ’র হাড্ডাহাড্ডি লড়াই ড্রয়ে নিষ্পত্তি

বার্সা-ম্যানইউ’র হাড্ডাহাড্ডি লড়াই ড্রয়ে নিষ্পত্তি

ফাইল ছবি

ইউরোপা লিগের প্লে অফের প্রথম লেগে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তুলেছিল দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। রেড ডেভিলরা জয়ের সম্ভাবনা দেখালেও চার গোলের ম্যাচটি শেষ হয়েছে সমতায়।

বৃহস্পতিবার বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার হয়ে গোল পেয়েছেন মার্কোস আরোনসো ও রাফিনহা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল পেয়েছেন মার্কাস রাশফোর্ড। আরেকটি গোল আসে জুল কুন্দের আত্মঘাতী গোল থেকে।

ম্যাচের প্রথমার্ধে কোন দলই স্কোরবোর্ডে নাম তুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৫০তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন মার্কোস অ্যালোনসো। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বলে হেড দিয়ে বল জালে জড়ান তিনি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। কারণ, ম্যান ইউ'র ম্যাচ মানেই রাশফোর্ডের গোল। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা রাশফোর্ডের গোলটি ৫৩ মিনিটে আসে। ইউনাইটেড মিডফিল্ডার ফ্রেডের বাড়ানো বল কোনাকুনি শট নেন রাশফোর্ড।

৬০ মিনিটের দিকে এবার এগিয়ে যায় টেন হগের শিষ্যরা। রাশফোর্ডের জোরালো শট সতীর্থরা ধরতে পারেননি। তবে শেষমেশ বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের গায়ে জাল খুঁজে নেয় বল।

ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। গোলের জন্য মরিয়া দুপক্ষের আক্রমণভাগ। ৭৬তম মিনিটে আবারও খলনায়ক জুল কুন্দে। সতীর্থ ক্যাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে বল দিয়ে বসেন রাফিনিয়াকে। ব্রাজিলিয়ান উইঙ্গার বলটি লেভার উদ্দেশ্যে পাস দেন। লেভা তো সেটি ধরতে পারেননি, গোলের লক্ষ্যে থাকা বলটি রেড ডেভিলস রক্ষণভাগকেও ফাঁকি দিয়ে যায়। ২-২ সমতায় ফেরে বার্সা।

ম্যাচের বাকি অংশে আর কোনো গোল হয়নি। তবে ক্যাসেমিরোর শট বার্সার গোলপোস্টে লেগে ফিরে আসে। এছাড়া, যোগ করা সময়ে আনসু ফাতির বল দুর্দান্তভাবে ঠেকান ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফল নির্ধারণের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লিগে মুখোমুখি হবে জাভি ও হগের শিষ্যরা