টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার (বিজিবিএম) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-১৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর দিকে কাটাখাল নামক এলাকায় একটি সীমান্ত সুরক্ষা টহলদল নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। অভিযান চলাকালীন ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ হাজার ৫০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি সিগারেটসহ সন্ত্রাসী নবী হোসেনসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারী কর্তব্যে
নিয়োজিত বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ, সরকারী কাজে বাঁধা প্রদান এবং মিয়ানমার হতে চোরাইপথে আমদানি
নিষিদ্ধ সিগারেট পাচারের দায়ে টেকনাফ মডেল থানায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।