সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্যান্টন নিউচেটেলের পন্টস-ডি-মার্টেলের কাছে পাহাড়ি এলাকায় একটি পর্যটক বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম আরটিএন-এর প্রতিবেদনের পর ক্যান্টোনাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পাইলট এবং দুই যাত্রী মারা গেছেন।

শনিবার (২০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে একটি পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফো জানিয়েছে, শনিবার বিকেলে ক্যান্টোনাল পুলিশ বিবৃতিতে জানায়, পাইলটসহ দুই যাত্রী দুর্ঘটনাস্থলে মারা যান। সুইজারল্যান্ডে নিবন্ধিত বিমানটি সকালে লা চক্স-ডি-ফন্ডস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এ ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ পাহাড়ি এলাকায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাটি জনসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।