আফগানদের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস

আফগানদের বিপক্ষে টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস

লিটন কুমার দাস

অধিনায়ক নিয়ে সংশয়ের অবসান হয়েছে। নাটকীয়তা শেষে লিটন দাসের কাঁধেই উঠছে নেতৃত্বের ভার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এই উইকেট কিপার।

আঙুলের চোটে আগামী জুনে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, বিষয়টা জানাই ছিল। এমতাবস্থায় এই সিরিজের নেতৃত্ব ভার উঠার কথা সহ-অধিনায়ক লিটনের কাঁধে। তবে প্রশ্নের সৃষ্টি হয় হঠাৎ লিটন দাস অধিনায়কত্ব করতে অনাগ্রহ দেখালে।

মূলত নিজের ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দিতেই নেতৃত্ব নিতে অনীহা দেখান লিটন। তিনি অনাগ্রহী হওয়ায় তাই বোর্ড লেগে যায় নতুন অধিনায়কের খোঁজে। প্রাথমিকভাবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিয়ে এগোনোর চেষ্টা ছিল তাদের।

তবে বিষয়টা বহুদূর এগোনোর আগেই হয়েছে সমাধান, লিটন দাসই মত বদলেছেন। আসন্ন আফগান সিরিজে তিনিই দলের নেতৃত্ব দেবেন। বিভিন্ন গণমাধ্যম কর্তৃক বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আগামী ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচটি।