বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করলে লাভ হবে দেশের

প্রতীকী ছবি।
সব বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করার সুযোগ থাকা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ সংক্রান্ত একটি আলোচনায় অংশ নিয়ে তারা বলছ্নে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্তত ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান সেই যোগ্যতা রাখে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী আছে, সেখানে পিএইচডি শুরু হলে দেশের জন্য অনেক উৎস তৈরি হবে বলে মনে করেন বক্তারা। এতে লাভ দেশেরই হবে বলেও মনে করেন তারা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক বৈঠকিতে তারা এসব কথা বলেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।
এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন, ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আব্বাস।