বিএনপির তারুণ্যের রোডমার্চের দ্বিতীয় দিন আজ

সংগৃহীত
ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার বগুড়া শহর থেকে শুরু হয়ে নওগাঁ দিয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন। এর আগে রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এই রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, এরপর সিলেট, খুলনা ও চট্টগ্রামে পালিত হবে এই কর্মসূচি। যা শেষ হবে আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামে কর্মসূচি শেষ করার মাধ্যমে।
উল্লেখ্য, গত জুন ও জুলাইয়ে দেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ করেছিল বিএনপি তিনটি সহযোগী সংগঠন-জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।