রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার (০১ অক্টবর) হাথরাসের উদ্দেশে যাওয়ার পথে রাহুলকে আটকায় পুলিশ।

১৪৪ ধারা ভাঙার অভিযোগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী মামলা করা হয়েছে। গ্রেটার নয়ডায় ইকোটেক থানায় মামলা দায়ের করা হয়েছে। করোনা ভাইরাসের জন্য এই ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছিল।

মামলায় আরও নাম রয়েছে ১৫৩ জনের।

বৃহস্পতিবার (০১ অক্টবর) উত্তরপ্রদেশের হাথরাসের উদ্দেশে রওনা দেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেটার নয়ডার কাছে তাঁদের কনভয় আটকায় পুলিশ। অভিযোগ গাড়ি থেকে নামতেই রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ। এমনকী তাঁকে লাঠিপেটা করা হয়েছে বলেও অভিযোগ। এরপরই রাহুল গান্ধী ও তাঁর বোনকে আটক করা হয়।

যোগী রাজ্যে দলিত তরুণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। নির্যাতিত মৃতা তরুণীর হয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একাধিক রাজনৈতচিক নেতা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।