আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এর ৩য় ব্যাচের নবীন বরণ

আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এর ৩য় ব্যাচের নবীন বরণ

ছবি: নিউজজোনবিডি

তবিবুর রহমান আকাশ

রাজধানী ধানমন্ডি অবস্থিত “আকিজ কলেজ অব হোম ইকনমিক্স” এর ৩য় ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আদ্-দ্বীন হাসপাতালের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জামালুন্নেসা, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং এর ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এর প্রিন্সিপাল প্রফেসর লায়লা আরজুমান্দ বানু, ভাইস-প্রিন্সিপাল মাহমুদা পারভীন, কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিন এর কন্যা শেখ সাবিনা প্রমুখ। অনুষ্ঠানে কলেজ এর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের হাতে ফাইল, ডায়েরি, ক্লাসরুটিনসহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ-এর শিক্ষক শিহাবুন নাহার ও রাফাত ফারাহ রশিদ। 

উল্লেখ্য, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত। কলেজে ২০১৭-১৮ শিক্ষা বর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়। কলেজে প্রতি শিক্ষা বর্ষে ৫টি ডিসিপ্লিনে ২৭৫জন শিক্ষার্থী ভর্তি হতে পারে।