রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে

১৪ অক্টোবর, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। 

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে থেকে মাঝে মাঝে সহযোগিতা পাওয়া যাচ্ছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনী, আদালত নিয়েও অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণের সুষ্ঠু বিচার হওয়ার জন্য তদন্ত সঠিকভাবে করার জন্য গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবে, এটা আমাদাদের সিদ্ধান্ত নয়।  আদালত তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। আদালত এই সমস্ত বিচারের ক্ষেত্রে তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সঠিক বিচার ব্যবস্থা করার চেষ্টা করছি। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা। আমরা আরও সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সিআইডি, পিবিআই তৈরি করেছি। যখন পুলিশ পারছে না তখন সেটা পিবিআই এর কাছে দিয়েছি সিআইডি এর কাছে দিয়েছি। আপনারা দেখেছেন কতগুলো জটিল সমস্যার সমাধান করেছে সিআইডি ও পিবিআই।