গাজায় ইসরাইলি বিমান হামলয় ৩ ফিলিস্তিনি নিহত

১৮ আগস্ট, ২০১৯

গাজায় ইসরাইলের বোমাবর্ষণে আজ (রোববার) অন্তত তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,আজ সকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইলি জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

এর ফলে তিন ফিলিস্তিনি শহীদ ও চার জন আহত হয়েছেন। শহীদদের মধ্যে মাহমুদ আদিল ওলাইদার বয়স ২৪ বছর, মোহাম্মদ ফারিদ আবুনামুসের বয়স ২৭ বছর এবং মোহাম্মদ সামির আত্তারামাসি'র বয়স ২৬ বছর। শহীদের মৃতদেহ এবং আহতদেরকে গাজার উত্তরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, গাজা থেকে ইসরাইলে তিনটি রকেট ছোড়া হয়েছে, আর এর প্রতিক্রিয়ায় তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে।

শুক্রবার রাত ও শনিবার সকালেও ইসরাইলের জঙ্গি বিমানগুলো গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে। শুক্রবার গাজায় ইসরাইলে অবৈধ দেওয়ালের কাছে ফিলিস্তিনিদের বিক্ষোভের পরপরই হামলা শুরু করে ইসরাইলের সেনারা।