দু’দিনের বৃষ্টিতে পাবনায় ফসলের ক্ষতি

২৩ অক্টোবর, ২০২০

এম মাহফুজ আলম, পাবনা: পাবনা জেলাব্যাপী দু’ দিনের বর্ষণ ও মৃদু বাতাসে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন শাক সবজির।

বিভিন্ন আবাদকৃত সবজির মধ্যে সিম, লাউ, ফুলকপি, বাধাকপি, বেগুন, বরবটির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ফুলফল পঁচে যাচ্ছে। অনেক স্থানে সবজির মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক স্থানে ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে বলে পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের চাষি আবুল কালাম আজাদ মনে করেন। তিনি জানান, আমন ধানের শীষ বড় হয়েছে। আবার অনেক জায়গায় ধান পাকতেও শুরু হয়েছে। বৃষ্টির সাথে মৃদু বাতাসে ধান গাছ নুইয়ে পড়েছে। এতে ফলন হবে কম। বৃষ্টিতে পেঁয়াজের বীজতলারও ব্যাপক ক্ষতি হয়েছে। 

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা  জানান, এ বৃষ্টিতে ধান সবজিসহ সব ফসলের কিছু না কিছু ক্ষতি হবে। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে জমিতে যাতে পানি না জমে সে ব্যাপারে চাষীদের পরামর্শ দেয়া হচ্ছে।