বিহার নির্বাচনে প্রার্থীর ওপর হামলা

২৮ অক্টোবর, ২০২০

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে ভারতের বিহারে নির্বাচন শুরু হয়। প্রথম দিনেই শেখপুরার বড়বিঘায় মুখোশধারী এক দুষ্কৃতির হাতে আক্রান্ত হলেন আরজেপি দলের এক প্রার্থী।

গোপাল কুমার নামে ওই প্রার্থী ঘটনায় জয়রামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে প্রার্থীকে হেনস্থা করার জন্যই এই আক্রমণ চালানো হয়েছে বলে মনে করছে বলে ধারণা করছে বিহার পুলিশ।

গোপাল কুমার জানিয়েছেন, তিনি বারবিঘার কার্যালয় থেকে নিজের গ্রাম টিউসে যাচ্ছিলেন। তবে গ্রামে ঢোকার আগে উখাদি গ্রামের কাছে তাঁর গাড়ি থামিয়ে একদল মুখোশধারী তাঁরা উপর হামলা চালায়। হাতাহাতিতে প্রার্থীর জামা ছিড়ে দেওয়া হয়। এরপরেই পালিয়ে যায় হামলাকারীরা।

জয়রামপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, বিহারের ২৪৩ টি আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ৭১টি আসনের ভোট। নির্বাচন ভূমিতে সম্মুখ সমরে যুযুধান দুই পক্ষ এনডিএ ও মহাজোট।ভোটে জেতার জন্য দুই পক্ষই বিহারবাসীকে দিয়েছে একাধিক প্রতিশ্রুতি। এবার দেখার লকডাউন ও অর্থনীতির নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে বিহারবাসী পছন্দ করে কোন পক্ষকে।