৫৮০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৯) ও আলাউদ্দিন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোজিনা বেগম বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের কন্যা এবং আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

 শুক্রবার দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের তল্লাশি করে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে