আদ্-দ্বীন মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা ও শোকসভা

২৪ আগস্ট, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিক উপলক্ষ্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটায় মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজসমূহের পরিচালক ডা: আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: আফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: আশরাফ-উজ-জামান প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন সূচনা ও ফাতেমা ফারজানা বর্ষা। 

আলোচনা সভায় আদ্-দ্বীন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: আফিকুর রহমান বলেন,‘বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা আজ পৃথিবীতে মাথা উচু করে দাঁড়াতে পারছি। বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করলে তার আদর্শ বাস্তবায়িত হবে।’
শোকসভায় দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ সাইদুল ইসলাম।