আফগান বিশ্ববিদ্যালয়ে আইএসের হামলায় নিহত ২২

০৩ নভেম্বর, ২০২০

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এক বইমেলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কমপক্ষে ২২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এটি কয়েক সপ্তাহের মধ্যে কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় হামলা।

তালেবানরা তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। কারণ তালেবান বিদ্রোহীরা কাবুলের মার্কিন-সমর্থিত সরকারের প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনা অব্যাহত রেখেছে। আফগানিস্তান থেকে আমেরিকার সরে আসতে সহায়তা করার লক্ষ্য নিয়েই এই আলোচনা চলছে। পরে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ এই হামলার দায় স্বীকার করে। ইউএনবি