১০৩ দিন পর অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি

০৭ নভেম্বর, ২০২০

ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস শেষ পর্যন্ত ১০৩ দিন পর অনশন ভেঙেছেন। তাকে মুক্তি দেয়া হবে বলে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর তিনি অনশন ভাঙেন।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাত দিয়ে আনাদোলু সংবাদ সংস্থা শুক্রবার (৬ নভেম্বর) জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর মাহের আল-আখরাস ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া, তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটকাদেশ রয়েছে তা নবায়ন করা হবে না।

চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এ বন্দি বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন।

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ জুলাই ইসরাইল কর্তৃপক্ষ চার মাসের প্রশাসনিক আটকাদেশে কারারুদ্ধ করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল।

বিনা বিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন।