সৌদি আরবে বোমা হামলায় ৪ জন আহত

১১ নভেম্বর, ২০২০

প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে সৌদি আরবে আয়োজিত একটি অনুষ্ঠানে বোমা হামলার হয়েছে। এ হামলায় কোনও প্রাণহানি না হলেও ৪ জন আহত হয়েছে বলে আল-জাজিরা জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে সৌদি আরবের জেদ্দায় এ হামলার ঘটনাটি ঘটে। 

জানা গেছে, এ অনুষ্ঠানটি প্রতিবছরই আয়োজিত হয়ে থাকে। হামলার সময় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। হামলায় একজন গ্রিসের নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয় নি।