নেত্রকোণায় নকল বিড়ি বিক্রির দায়ে জরিমানা

১২ নভেম্বর, ২০২০

রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রী, সরবরাহ এবং মজুদ করার অপরাধে নেত্রকোণা কলমাকান্দা উপজেলার ৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা উপজেলার সিধলী, নাজিরপুর ও রহিমপুর বাজারে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান ও জরিমানা আদায় করেন

 এ সময় নকল ব্যান্ড রোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দয়াল বিড়ি, পাখি বিড়ি ও আপন বিড়ি নামে আড়াই লাখ বিড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত বিড়ি জন সমক্ষে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির ফলে সরকার প্রচুর পরিমানে রাজস্ব হারাচ্ছে। রাজস্ব আদায় ও সঠিক বাজার ব্যবস্থাপনা বজায় রাখতে অভিযান চলমান থাকবে। অভিযানের অংশ হিসেবে আজ বিপুল পরিমানে নকল বিড়ি জব্দ, ধ্বংস ও জরিমানা আদায় করা হয়েছে।