মেরিন ড্রাইভ সড়কে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

১৯ নভেম্বর, ২০২০

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের বাইল্যাখালী এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। আটক মো. মিজান কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটকের বিষয় নিশ্চিত করেন র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কিছু মাদক কারবারী উখিয়ার জালিয়াপালংস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর ইয়াবা কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে বুধবার বিকাল ৫টার দিকে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।  এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তাসহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে আটক ব্যক্তির বস্তা তল্লাশি করে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকা।

আটক মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।