১৫ বছরের নিচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে নিষেধাজ্ঞা

২০ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়সের নীতিমালা তৈরী করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বলে নতুন নীতিমালা করা হয়েছে। 

আইসিসি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য কোনো বয়সসীমা না থাকলেও এখন থেকে বয়স নীতিমালা মেনে খেলাতে হবে খেলোয়াড়দের।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ক্রিকেটারদের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়সের নীতিমালা প্রবর্তন করেছে আইসিসি। এই বয়সসীমা দ্বিপক্ষীয় ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে প্রযোজ্য। নারী কিংবা পুরুষ  খেলতে হলে উভয়কেই সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে।'

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৪ বছর ২২৭ দিন বয়সে।  

১৬ বছর ২০৫ দিনে বয়সে টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।