প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচন: তফসিল ঘোষণা

২২ নভেম্বর, ২০২০

পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২৫ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন প্রথম ধাপের ২৫ পৌরসভার তফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ধাপে ধাপে সকল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের এপ্রিলের মধ্যে এসব পৌরসভার মেয়াদ শেষ হবে।