চাটমোহর পৌর নির্বাচন : ৫ মেয়র পদসহ ৪৬ প্রার্থীর মনোনয়ন জমাদান

০২ ডিসেম্বর, ২০২০

চলতি মাসের ২৮ তারিখ পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৫জন মেয়র পদে, ২৯ জন সাধারণ কাউন্সিলর পদে এবং ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে। রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল (বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান (বিদ্রোহী) ও স্বতন্ত্র প্রার্থী অএাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী।

ঘোষিত তফসিল অনুযায়ী  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১ ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্ধ ১১ ডিসেম্বর। নির্বাচন ২৮ ডিসেম্বর।

নির্বচন অফিস সূত্রে জানা গেছে, চাটমোহর পৌরসভা নির্বাচনে ৬ হাজার ৩শ’ ২১ জন মহিলা ভোটারসহ মোট ১২ হাজার ২শ’ ৩৮ ভোটার ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৫ হাজার ৯শ’ ১৭ জন।