ফিলিস্তিনি কিশোরকে হত্যা করলো ইসরাইল

০৫ ডিসেম্বর, ২০২০

ইসরায়েলের দখলদার সেনাবাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর সঙ্গে পাথর ছোড়াছুড়িকালে নিহত হয় ফিলিস্তিনি কিশোর। খবর রয়টার্স।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, আলি আয়মান নাসার আবু আলিয়া নামের কিশোর গুলিবিদ্ধ হলে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের একটি হাসাপাতালে নেওয়া হয়। তখন সে মারা যায়।

কিশোরের নির্মম হত্যাকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের শামিল’ এবং এটিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে গণ্য করে এই হত্যাকাণ্ডের শাস্তির দাবী জানায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, দাঙ্গা দমনের জন্য সৈন্যরা গুলি নিক্ষেপসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ফিলিস্তিনিরা ইসরায়েল সৈন্যদের লক্ষ্য করে পাথর করতে থাকে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাই তাদের দমন করতে গুলি ছোড়া হয়।

সূত্র : রয়টার্স