বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা ৩৯তম

০৯ ডিসেম্বর, ২০২০

 যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বসের সাময়িকীতে ২০২০ সালের বিশ্বের ক্ষমতাধর একশ নারীদের তালিকা প্রাকাশ করেছে। এই তালিকায় বিশ্বের ১০০ ক্ষমতাশীল নারী তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৩৯ তম।

 প্রতি বছরই এধরণের তালিকা তৈরি করে ফোর্বস। মঙ্গলবার (৮ডিসেম্বর) প্রকাশিত হয় এই তালিকা। এবার ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন।  ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও। বিনোদন জগতের পাঁচজনও এসেছেন ক্ষমতাধর নারীদের এই তালিকায়।

টানা দশমবারের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।

আর তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস। এবারই প্রথম তার না উঠেছে এই তালিকায়।  

এবারও তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। আর মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।