কলকাতায় করোনার নতুন স্ট্রেন

৩০ ডিসেম্বর, ২০২০

উদ্বেগ বাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পাওয়া গেল যুক্তরাজ্যের নতুন করোনা স্ট্রেন। জানা গেছে, কলকাতা মেডিক্যাল কলেজের এক স্বাস্থ্য কর্মকর্তার ছেলের শরীরেই মিলেছে এই ভাইরাস। গত ২০ ডিসেম্বর বিমানে কলকাতা ফেরে সে। এয়ারপোর্টে তাঁর করোনা পরীক্ষা হলে তা পজেটিভ আসে। যদিও তার কোনও উপসর্গ ছিল না। এরপর তাঁকে এয়ারপোর্ট থেকে মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। খবর জি নিউজ

এই যুবক-সহ যুক্তরাজ্য থেকে কলকাতা ফেরত মোট ৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান হয় ন্যাশনাল ইনস্টিটিউড অব বায়োম্যাডিক্যাল  জিনোমিক্স-এ। কাল রাতে সেখান থেকে নমুনা যায় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর গতকাল গভীর রাতে এনসিডিসি নমুনা পরীক্ষা করে জানায় যে ওই যুবকের শরীরে যুক্তরাজ্যের নতুন স্ট্রেনই রয়েছে। 

এ প্রসঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, 'কাল গভীর রাতে আমাদের জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একটাই আশার কথা হল বাকি ৬টি নমুনা নেগেটিভ এসেছে। এই যুবককে প্রথম দিন থেকেই আইসেলেশনে রাখা হয়েছিল। আমরা আজ বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছি'