টেস্ট র‌্যাংকিংয়ে ১ নম্বর কেন উইলিয়ামসন

০১ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিং প্রকাশ করেছে। তাতে দেখা গেছে বিরাট কোহালি ও স্টিভ স্মিথকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ২০১৫ সালের পর এই প্রথম তিনি এক নম্বরে এলেন। মাউন্ট মাউনগানুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ম্যাচ-জেতানো শতরানের পরই তিনি এগিয়ে গিয়েছেন বিরাট-স্মিথকে। তালিকায় উইলিয়ামসনের পরে দুইয়ে আছেন কোহালি। স্মিথ নেমে গিয়েছেন তিনে।

আইসিসির পোস্ট করা ভিডিওতে উইলিয়ামসন বলেছেন, “হ্যাঁ, ওই দুই ক্রিকেটারই সেরা। এটা তাই আমার কাছে রীতিমতো বিস্ময়ের। ওরা দু’জন বছরের পর বছর সমস্ত ফরম্যাটে ক্রিকেটকে এগিয়ে নিয়ে চলেছে। ওদের বিরুদ্ধে খেলছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”