মালিতে হামলায় জাতিসঙ্ঘের ৪ শান্তিরক্ষী নিহত

১৪ জানুয়ারী, ২০২১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলায় জাতিসঙ্ঘের চার শান্তিরক্ষী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। বুধবার দেশটির টিম্বুকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের ২০ কিলোমিটার দূরে শান্তিরক্ষীদের এক গাড়ি বহরের ওপর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

মালিতে জাতিসঙ্ঘের মিশন এমআইএনইউএসএমএ বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল, জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের ওপর এই হামলায় তিন শান্তিরক্ষী নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মিশনের এক মুখপাত্র জানান, আহত একজন শান্তিরক্ষী পরে মারা গেছেন।হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।এদিকে নিহত শান্তিরক্ষীরা আইভরিকোস্টের সামরিক বাহিনীর সদস্য বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার পরিপ্রেক্ষিতে মালিতে শান্তিরক্ষার জন্য জাতিসঙ্ঘের মিশনের অধীনে ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী কাজ করছেন। ২০১৩ সালে মিশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৩০ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। মিশনটিকে জাতিসঙ্ঘের সবচেয়ে বিপজ্জনক মিশন হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র : রয়টার্স