চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, একজনকে কুপিয়ে জখম

১৬ জানুয়ারী, ২০২১

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সংঘর্ষের ঘটনায় একজকে কুপিয়ে জখমসহ চারজন আহত হয়েছে।  

আজ শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর জখম ব্যক্তির নাম মহসিন।  তিনি একই এলাকার বাসিন্দা।  তিনি কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের সমর্থক।

স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবী প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

উল্লেখ্য, চান্দিনা পৌরসভায় মোট জনসংখ্যা ৫৫ হাজার ৯০০ জন।  ভোটার ৩১ হাজার ৮৪৮জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ১৬ হাজার ১৭০।  আজ সকাল থেকেই ভোট চলছে বিভিন্ন কেন্দ্রে।

এই নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০প্রার্থী এবং তিনটি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী।