পাবনার সুজানগরে ট্রেনের ধাক্কায় নছিমন আরোহী নিহত, ৫ জন আহত

১৯ জানুয়ারী, ২০২১

পাবনার সুজানগরে ট্রেনের ধাক্কায় নছিমনের এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে হুদারপাড়া এলাকায় রাজশাগীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন এর ধাক্কায় ইট বহনকারি ট্রলির এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং ট্রলির চালকসহ অপর ৫জন আহত হন। 

মঙ্গলবার( জানুয়ারি)  সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক দবির খাঁ(৫০) হুদারপাড়া গ্রামের  মৃত ফকির খাঁর ছেলে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় ইট বোঝাই ট্রলিটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরো ৫ জন।

আহতদেরকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।