আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন

২০ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।  যুক্তরাষ্ট্রের সবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট দলীয় জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ৩০৬টি এবং ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট।

জো বাইডেনের শপথ  অনুষ্ঠানকে বর্ণিল করতে  ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলের পুরো চত্বর মুড়ে দেয়া হয়েছে এক লাখ ৯১ হাজার ৫০০ পতাকা দিয়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও টেরিটরির নির্দেশক ৫৬টি পিলারে মনোমুগ্ধকর আলোকসজ্জা করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাইডেনের শপথ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করছে ২৫ হাজার সেনা সদস্য। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।