অভিষেকেই তিন উইকেট নিলেন হাসান মাহমুদ

২০ জানুয়ারী, ২০২১

করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ খেলছে। এ দিন অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের। আর জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম ওয়ানডে ম্যাচেই তুলে নিলেন তিন উইকেট। 

৩ উইকেট শিকার বল খরচ করতে হয়েছে মাত্র ৬ ওভার। রান দিয়েছেন মাত্র ২৮। পর পর দুই উইকেট নেওয়ার পর হ্যাট্রিকের সুযোগ থাকলেও সফল হতে পারেননি। অভিজ্ঞ রভমেন পাওয়েল উইকেটে কিছুটা থিতু হয়ে গিয়েছিলেন। ৩১ বলে ২৮ রান করা এই অভিজ্ঞ উইন্ডিজ ব্যাটসম্যানকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন মাহমুদ।

পরের বলেই রেমন রেইফারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ২১ বছর বয়সী এ পেসার।

ম্যাচের সব আলো যদিও কেড়ে নিয়েছেন দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ৮ রানের বিনিময়ে তার শিকার ৪ উইকেট।

দুর্দান্ত বোলিং করেছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমানও। তিনি শিকার করেছেন ২টি উইকেট। 

টাইগার বোলারদের দাপটে মিরপুরে ১২২ রানে থেমে যায় উইন্ডিজদের ইনিংস।