ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় চলছেনা ফেরি, বন্ধ অভ্যন্তরীণ ফ্লাইট

২২ জানুয়ারী, ২০২১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরিসহ সকল নৌযান চলাচল বৃহস্পতিবার রাত ২টা থেকে বন্ধ রয়েছে। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা আছে বেশ কয়েকটি ফেরি। এদিকে কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চল সূত্রে জানা গেছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। ফেরি বন্ধ থাকায় দুইপাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। 

কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হবে। আর তখনই আটকে পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ।

এদিকে ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

মূলত ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন ১৫০ যাত্রী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বোয়িং ৭০৭) মালয়েশিয়া থেকে এসে ঢাকায় নামতে না পেরে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।