চিলির এন্টার্কটিক বেসের কাছে ৭ মাত্রার ভূমিকম্প

২৪ জানুয়ারী, ২০২১

চিলির কাছে এন্টার্কটিক উপকূলে শনিবার ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জরুরি কর্মকর্তারা বরফ শীতল মহাদেশে চিলির এদোয়ার্দো ফ্রেই ঘাঁটিতে গবেষকদের সুনামির ব্যাপারে সতর্ক করেছেন।

স্থানীয় সময় সন্ধ্যা ৮ টা ৩৬ মিনিটে (গ্রীনিচ মান সময় ২৩৩৬ টায়) এ ভূমিকম্প অনুভূত হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এদোয়ার্দো ঘাঁটি থেকে ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। চিলির জরুরি বিভাগ সম্ভাব্য সুনামি সতর্কতা হিসেবে এন্টার্কটিক বীচ এলাকা থেকে লোকদের সরে আসার আহবান জানিয়েছে। বাসস