সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ বাংলাদেশি নিহত

২৭ জানুয়ারী, ২০২১

সৌদি আরবের তায়েফ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি তিন যুবক নিহত হয়েছে। রবিবার  দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- লিটন (৩৫), তার ভাগিনা মেহেদি হাসান (২২) ও ফয়সাল মোল্লা (২৩)। তারা সকলেই চাঁদপুরের বাসিন্দা ।  তারা তিনজন ওই দেশে ফ্রি ভিসায় কাজ করতেন বলে জানা গেছে।  তাদের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে।  তাদের মৃতদেহ দেশে আনার জন্য আজ থেকে প্রক্রিয়া শুরু করবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় নিহত মেহেদীর চাচাত ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চত করে বলেন, লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে আমাদের মৃত্যুর সংবাদ জানিয়েছেন । তবে ঘটনাস্থলে বসবাসকারী বাংলাদেশে প্রবাসীদের মধ্যে কেউই এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছে না কিভাবে মারা গেছে। কেউ বলছে যে বিদ্যুৎস্পৃষ্টে, কেউ বলছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে।