৪৩তম বিসিএসে আবেদনের সময় বৃদ্ধি, পরীক্ষা ৬ আগস্ট

২৭ জানুয়ারী, ২০২১

৪৩তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে পেছানো হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ। পরীক্ষার জন্য আগামী ৬ আগস্ট সম্ভাব্য তারিখ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তী দুই মাস বাড়ানো হয়েছে। ইউজিসির পাঠানো আবেদনকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘আবেদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় পিছিয়ে দেয়া হয়েছে। এটি আগামী ৬ আগস্ট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও এ সময়ে প্রিলিমিনারি পরীক্ষা শুরু করা হবে।’