ইবির আল-ফিকহ বিভাগে পিএইচডি সেমিনার

০১ ফেব্রুয়ারি, ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইসলামী আইনে মানহানি ও বাংলাদেশ দণ্ডবিধি: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় আইন অনুষদের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ এর আয়োজন করে।

বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম নুরুল হকের তত্ত্বাবধানে সেমিনারে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উল্লাহ তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওয়াহাবের সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারে মূল আলোচক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারী ও ড. হামিদা খাতুন।

এ ছাড়াও সেমিনারে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল হক, আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, অধ্যাপক ড. মুজাহিদুর রহমান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা প্রমুখ। 

প্রবন্ধে গবেষক মানহানির পরিচয় তুলে ধরে ইসলামী আইন ও প্রচলিত আইনে এর শাস্তি এবং এর প্রতিকারের উপায় আলোচনা করেন।