যশোর ফুল চাষে ব্যস্ত সময় পর করছে ফুল চাষিরা

১২ ফেব্রুয়ারি, ২০২১

পহেলা ফাগুন,ভালোবাসা দিবস,২১ ফেব্রুয়ারী ও পহেলা বৈশাখকে সামনে রেখে যশোর ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য খ্যাত গদখালীতে ফুল চাষে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষীরা। আবহাওয়া অনুকুলে থাকায় ও ফলন ভালো হওয়ায় করোনা ও আম্ফানে হওয়া ক্ষতি এবছর পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন চাষীরা। কৃষি বিভাগের তথ্য অনুয়ায়ী এ বছর প্রায় ৮০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ এলাকায় প্রায় ৬ থেকে ৭ হাজার কৃষক সরাসরি ফুল চাষের সাথে জড়িত। ঝিকরগাছা উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস,ভুট্টা সহ  প্রায় ১১ প্রজাতির বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় এখানে। এখানকার উৎপাদিত ফুল জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলা সহ বিদেশেও সরবরাহ করা হয়।

সারা বছর বাজারে ফুলের চাহিদা থাকলেও পহেলা ফাগুন, ভালোবাসা দিবস  একুশে ফ্রেরুয়ারি ,২৬ শে মার্চ ও পহেলা বৈশাখ এলে সারাদেশে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। এ বছর বিশেষ বিশেষ দিবসগুলিকে কেন্দ্র করে ৮০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।