তাইজুল,নাঈমের ঘুর্ণিতে ১১৭ রানে অলআউট ক্যারিবীয়রা,২৩১ রানের টার্গেট টাইগারদের সামনে

১৪ ফেব্রুয়ারি, ২০২১

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  প্রথম  ইনিংসে ৪০৯ রান করে বাংলাদেশ কে ২৯৬ রানে অলআউট করে দিয়ে ১১৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।  তবে প্রথম ইনিংসের মতে দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারিনি ক্যারিবীয়রা।  টাইগার বোলার তাইজুল,নাঈম রাহীদের বোলিং তোপের সামনে ক্যারিবীয়রা অসহয়ত্ব বরণ করেছের।   দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।  ফলে তারা লিড পায় ২৩১ রানের । বাংলাদেশের সামনে টার্গেট দাড়াল ২৩১ রান। 

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৪টি, নাঈম হাসান ৩টি, আবু জায়েদ রাহী ২টি ও মেহেদি হাসান মিরাজ ১টি উইকেট দখল করেন।

এর আগে  দ্বিতীয় ইনিংস শুরু করে ম্যাচের তৃতীয় দিন শেষে ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান করে উইন্ডিজ। এতে ক্যারিবিয়ানদের দিন শেষে লিড হয় ১৫৪ রানের। আজ রবিবার দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের সামনে দাড়াতে পারিনি ক্যারিবীয় ব্যাটিংরা।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোরনার সর্বোচ্চ ৩৮ রান করেন।