ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

১৯ ফেব্রুয়ারি, ২০২১

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ৭ দোকান মালিককে জরিমানা করেছে মোবাইল কোর্ট।  শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলার ত্রিশালে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় মোবাইল কোর্ট।  

জানা গেছে, নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয় বন্ধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধ করতে ত্রিশালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ত্রিশাল উপজেলার বালিপাড়া রেলষ্টেশন,বালিপাড়া বাজার,শেখ বাজার ও চকরামপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়ি, মিষ্টি বিড়ি, মমতাজ বিড়ি, আলেক বিড়ি বিক্রির অভিযোগে ৭ জন পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে ৭টি মামলায় ৭৫,০০০/- (পচাত্তর হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ডের সমুদয় অর্থ সাথে সাথে আদায় করা হয়। বাজারের সকল ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এসময় নকল ব্যান্ডরোলযুক্ত বিপুল পরিমান বিড়ি জব্দ করা হয়। মোবাইল কোর্টে ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,  নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি  বিক্রি বন্ধ করতে এবং সরকারি রাজস্ব ফাঁকি বন্ধ করতে ত্রিশাল উপজেলার সর্বত্র মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।