ডিএমপি ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের চেষ্টা চলছে : শিক্ষক সমিতি

২৩ অক্টোবর, ২০২৫

ডিএমপি ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জুবায়েদের চরিত্র হরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘জুবায়েদ এমন ছেলে নয়। এভাবে তদন্তকে ভিন্নদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই, প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি করা হোক।

তবে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়।’

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে সব ক্রিয়াশীল সংগঠনকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রইছ উদ্দীন বলেন, ‘জুবায়েদ নির্মম খুনের শিকার হয়েছে। আমরা ২১ তারিখ সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম।

কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি।’

তিনি প্রশ্ন তোলেন, মামলায় যে এজাহার দায়ের করা হয়েছে, সেখানে ইন্ধনদাতা বর্ষার একটি বক্তব্য রয়েছে। সে জুবায়েদের লোকেশন ট্র্যাক করেছে এবং রুমমেটকে জানিয়েছে। এটা প্রথম সূত্র হওয়ার কথা, কিন্তু কেন এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি?

তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজে কালো ও লাল টিশার্ট পরা দুজনকে দেখা গেছে।

সেই দুজন কি আসামি? হলে তাদের পোশাক জব্দ করা হয়েছে কি না, সেটিও প্রশ্ন।

শিক্ষক নেতা বলেন, ‘মাত্র একবার ছুরিকাঘাতে জুবায়েদ নিহত হয়েছে। মাহিরের মতো খাটো উচ্চতার কেউ কিভাবে জুবায়েদের উচ্চতার ছেলেকে হত্যা করতে পারে? নাকি প্রফেশনাল কিলার ভাড়া করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই।’

দোষীদের ফাঁসির দাবিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ : এর আগে দুপুরে জুবায়েদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এসে অংশ নেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, ‘পুলিশ ঘটনার যে বিবরণ দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা এখনো সঠিকভাবে তদন্ত করতে পারেনি। আমি দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দোষীদের ফাঁসি চাই।’