২৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরে সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আফতাব হোসেন বলেন, “আমার বন্ধু একজন গ্রাফিক্স ডিজাইনার ছিল। তার বাসা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের ভিতরেই। সে মৃত ইমরান হোসেনের ছেলে।”
তিনি আরো বলেন, “মাঝ রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে বের হই। সে সময় জেনেভা ক্যাম্পের ভিতরে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরিত হয়। এতে আমার বন্ধু গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”