২৪ অক্টোবর, ২০২৫
ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টাইন তারকা এখন ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই ক্লাবেই থাকবেন।
৩৮ বছর বয়সী মেসি প্রথম ইন্টার মায়ামিতে যোগ দেন ২০২৩ সালের জুলাইয়ে, ‘ডিজাইনেটেড প্লেয়ার’ হিসেবে আড়াই বছরের চুক্তিতে। সেই সময়েই ক্লাব ও লিগের ইতিহাসে রেকর্ড সৃষ্টি হয়েছিল তার চুক্তিকে ঘিরে।
ক্লাবটি নতুন চুক্তির ঘোষণা দেয় এক ভিডিওর মাধ্যমে, যেখানে দেখা যায় মেসি নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এর মাঠে চুক্তিতে সই করছেন- যে মাঠে ভবিষ্যতে খেলবেন তিনি ও তার দল।
মেসি বলেন, “মায়ামিতে আসার পর থেকেই আমি দারুণ সুখী। এখানে ক্যারিয়ার চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা সবাই মুখিয়ে আছি সেই মুহূর্তটির জন্য, যখন অবশেষে মায়ামি ফ্রিডম পার্কে খেলতে নামব। এটা আমাদের নতুন ঘর, ভেতর থেকে সেটার অভিজ্ঞতা নেওয়া, আর সমর্থকদেরও সেটা উপভোগ করতে দেখা— দারুণ হবে। এমন চমৎকার স্টেডিয়ামে ঘরের মাঠে খেলা নিঃসন্দেহে বিশেষ কিছু।”
ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস আগেই জানিয়েছিলেন, তিনি চান ২০২৬ সালে নতুন স্টেডিয়াম উদ্বোধনের ম্যাচে মেসি মাঠে নামুন। তখনই ফোর্ট লডারডেলের বর্তমান ভেন্যু থেকে দলটি স্থানান্তরিত হবে নতুন মায়ামি ফ্রিডম পার্কে। ২০২৫ মৌসুমের শেষ দিকের ম্যাচগুলো হবে চেজ স্টেডিয়ামে, আর ২০২৬ মৌসুম শুরু হবে নতুন ঘরে।
“আমরা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম- এমন এক ক্লাব গড়ব, যা হবে প্রতীকী, যা মায়ামির পরিশ্রম, আবেগ আর ইতিহাসকে প্রতিনিধিত্ব করবে,” বলেন মাস। “মেসির ২০২৮ পর্যন্ত থাকা আমাদের শহরের প্রতি এক নিবেদন। আমরা নতুন স্টেডিয়ামে একসঙ্গে নতুন অধ্যায় লিখতে মুখিয়ে আছি।” ২০২৩ সালে এমএলএসে আত্মপ্রকাশের পর থেকেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের প্রভাব দিয়ে লিগে নতুন মানদণ্ড স্থাপন করেছেন। তার নেতৃত্বেই ইন্টার মায়ামি ঘরোয়া ও আন্তর্জাতিক সাফল্য ছুঁয়েছে, ভরিয়েছে গ্যালারি।
সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, “আমাদের লক্ষ্য ছিল সেরা খেলোয়াড়দের নিয়ে আসা, আর মেসির মতো একজনকে আনা তারই প্রমাণ। তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, আর আমরা গর্বিত যে তিনি আমাদের শহরে আছেন। এটা শুধু আমাদের প্রতিশ্রুতি নয়, মেসিরও প্রতিশ্রুতি- মায়ামির প্রতি, ক্লাবের প্রতি, খেলাটার প্রতি।”
মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি ২০২৩ সালে প্রথমবারের মতো লিগস কাপ জেতে, এরপর ২০২৪ সালে জেতে সাপোর্টার্স’ শিল্ড ও এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়ে। ব্যক্তিগতভাবে ২০২৪ সালে তিনি জিতেছেন এমএলএস এমভিপি (সেরা খেলোয়াড়) পুরস্কার, আর ২০২৫ সালে মাত্র ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট।
এ মৌসুমেও এমভিপি পুরস্কারের তালিকায় আছেন তিনি, এবং ধারণা করা হচ্ছে- টানা দুইবার এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হবেন মেসি।