জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি তাহমিদ, সম্পাদক আল আমিন

০১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

এতে সভাপতি হিসেবে রয়েছেন বাগছাসের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সংগঠনটির ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত ‘জাতীয় ছাত্রশক্তি’ এর ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ কমিটি অনুমোদিত হলো। আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হলো।