ববি ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

০১ নভেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খসড়ায় কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদে ১৫টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে তাদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে প্রশাসন।

খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত ২৩টি পদে সরাসরি নির্বাচন হবে। নির্বাচিত পদগুলো হলো- সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ, বিপ্লব ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য।

সংরক্ষিত দুপদের মধ্যে সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।

অন্যদিকে, হল সংসদে মোট ১৫টি পদ থাকবে। এর মধ্যে ১৩টি পদে সরাসরি নির্বাচন হবে। নির্বাচিত পদগুলো হলো, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, ইনডোর গেমস সম্পাদক, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং চারজন নির্বাহী সদস্য। প্রাধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি হবেন এবং আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্য থেকে একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

খসড়া গঠনতন্ত্রে প্রার্থিতার যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রার্থীকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। হল সংসদের ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থী হতে হবে।

এ বিষয়ে বাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য সচিব ছোটন আলী বলেন, ‘৩ তারিখের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে তাদের মতামত জানাতে পারবে। এরপর ৫ তারিখে আমরা সেসব মতামত পর্যালোচনা করব। প্রয়োজনে সংযোজন-বিয়োজন করে চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।’