কুষ্টিয়ায় ১৪ লাখ ৪০ হাজার শলাকা পুনঃব্যাবহৃত ব্যান্ডরোলযুক্ত লতা বিড়ি জব্দ

১৬ মার্চ, ২০২১

কুষ্টিয়ার ভেড়ামারায় পুনঃব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার লতা বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২।

সোমবার (১৫ মার্চ) রাত ১১ টার দিকে ভেড়ামারা রেলগেট এলাকা থেকে একটি পিক আপ ভ্যান থেকে এ বিড়ির চালান জব্দ করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে নিবারক দলসহ রাত ১০ টা থেকে ভেড়ামারা বাজার এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদ ছিল যে বাহাদুরপুর থেকে ধরমপুর, সাতবাড়ীয়া হয়ে এক পিক-আপ নকল বিড়ি ঝিনাইদহ-যশোরের দিকে যাবে। সে অনুযায়ি রাত ১১.০০ ঘটিকার দিকে উক্ত পিক-আপ টি ভেড়ামারা রেলগেটের দিকে আসতে থাকে তখনই নিবারক দলের সদস্যগণ অভিযান পরিচালনা করে। 

এসময় পিক আপ ভ্যান থেকে পূনঃ ব্যাবহৃত ব্যান্ডরোলযুক্ত ১৪ লাখ ৪০ হাজার শলাকা লতা বিড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা। এর বিপরীতে সরকারের ৪ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকার রাজস্ব রয়েছে। 

পরে জব্দকৃত পণ্যসমূহ পরবর্তীতে কুস্টিয়া সার্কেল-২ ভেড়ামারা অফিসে জমা প্রদান করা হয় এবং জব্দকৃত পণ্যসমূহের ব্যাপারে পরবর্তীতে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।