যশোর পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

১৮ মার্চ, ২০২১

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া যশোর পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মারুফুল ইসলাম মারুফ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। আগামী ৩১ মার্চ যশোর পৌরসভার নির্বাচনে তিনি দলের মনোনয়ন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো সুষ্টু নির্বাচন সম্ভব নয়। যা দেশে চলমান পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। একারণে বিএনপি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেনা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সট ০১ : মারুফুল ইসলাম মারুফ, বিএনপি মনোনিত প্রার্থী।