পাবনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন

২২ মার্চ, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যাসে, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা পুলিশ।

এ উপলক্ষে রোববার(২২ মার্চ) পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে উদ্বুদ্ধকরণ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জনসাধারনকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। র‌্যালী শেষে জনসাধারণের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা।