বায়তুল মোকাররমে সংঘর্ষ: পাঁচশতাধিকের নামে মামলা

২৯ মার্চ, ২০২১

স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের জেরে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ৫০০-৬০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন বলে থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

ওসি জানান, ২৬ মার্চ রাতে মামলা হয়। মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। জুমার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সংঘর্ষ চলে।