নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

০১ এপ্রিল, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নক ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে ৬ দোকান মালিককে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার গোবিন্দপুর বাজার ও বাউসাম বাজারে ভ্রাম্যমাদ আদলতের অভিযান পরিচালিত হয়।

কলমাকান্দা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় নকল ব্যান্ডরোল যুক্ত জিদান বিড়ি, বাংলা বিড়ি, তারেক বিড়ি, পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিভিন্ন দোকান হতে জব্দ করা হয়। এরপর এ সমস্ত অপরাধের জন্য দোষী ব্যক্তিদের পরিবেশ সুরক্ষা আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ১৮৬০ সালের ২৬৯ ধারায় জরিমানা করা হয়। উক্ত অভিযান চালিয়ে বিভিন্ন দোকান হতে প্রায় ৯৫০০০ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত বিভিন্ন  বিড়ি জব্দ করে ৬ টি দোকানে ৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়।